পুজোয় নতুন গান থেকে রিয়েলিটি শো এর বিতর্ক । মুখ খুললেন কুমার শানু “৩০ বছরে পাঁচটা সিঙ্গার রিয়েলিটি শো থেকে দিতে পেরেছে ।আজকের জামানাতে ট্যালেন্টের থেকে প্রমোশন দরকার ।” কুমার শানু পুজোর এই গান নিয়ে তো কথা বলেন তাঁর সাথে এই প্রজন্মের গান এবং পুরনো গান নিয়ে কথা বলেন । বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি যা এই ভিডিও তে পষ্ট ভাবে উল্লেখ রয়েছে । নানা ধরনের কথার মন্তব্য এবং নিজেস্ব মতামত জানিয়েছেন।