আম্রপালিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বনি সেনগুপ্ত, আয়ুশী তালুকদার ও সোমরাজ মাইতি প্রমুখকে। তবে রিয়েল লাইফ জুটি সোমরাজ ও আয়ুশীকে একে অপরের বিপরীতে দেখা যাবে না। আম্রপালীতে জুটি বাঁধছেন বনি সেনগুপ্ত ও অয়ুশী তালুকদার। তাদের চরিত্রের নাম অয়ন ও পায়েল। পরিচালনার পাশাপাশি ছবির গল্পও লিখেছেন রাজা চন্দ নিজেই।