FAFDA Awards 2021

153

FAFDA 2021 এবারে পদার্পণ করেছে দ্বিতীয় বর্ষে। শহরের একটি পাঁচ তারা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল এই অ্যাওয়ার্ড শো। তারকা ঝলমলে সন্ধ্যার সাক্ষী থাকল FAFDA। উপস্থিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তি চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে সোমরাজ মৈত্র সকলেই। টেলি থেকে টলি তারকারা এবং শোয়ের পরিচালক নীল রায় কী বললেন শুনে নিন।