শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী। স্বাভাবিকভাবেই দর্শকদের মন খারাপ। তবে অন্যদের মত মন খারাপ নয় অভিনেত্রী ইন্দ্রানী হালদারের। তিনি রয়েছেন খোশমেজাজে। গল্পের খাতিরে ধারাবাহিকের শেষে মারা গেছেন রহিত সেন অর্থাৎ অভিনেতা টোটা রায়চৌধুরী। সেই নিয়ে শোকোস্তব্ধ নেটিজেনরা। তবে শুটিং শেষ দিনে কি বললেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার শুনে নিন