কথায় বলে, মিউজিকের কোন ভাষা নেই। আবারও তা প্রমাণ করল সুদূর তানজানিয়ার টিকটকার কিলি পাল। যার টিকটকের সাবস্ক্রাইবার ১.৬ মিলিয়ন। জুবিন নটিয়ালের গাওয়া শেরশাহ সিনেমার অন্যতম জনপ্রিয় গান লম্বিয়া। সেই গানেই সোশ্যাল মিডিয়ায় রিলস বানিয়েছেন তিনি।