তাঁরা রিয়েল লাইফ জুটি। দু’জনেই ব্যস্ত ধারাবাহিকের কাজে। কথা হচ্ছে অভিনেতা নীল ভট্টাচার্য ও অভিনেত্রী তৃণা সাহাকে নিয়ে। সম্প্রতি সাতপাকে বাঁধা পড়ে নতুন জীবন শুরু করেছেন তাঁরা। এবার তাঁরা একসঙ্গে কাজ করছেন। Digital awards show FAFDA তে যুগলকে একসঙ্গে পারফর্ম করতে দেখা যাবে। এই নতুন উদ্যোগকে নিয়ে কী বলছেন তাঁরা শুনে নিন খাস খবরে।