সম্প্রতি হয়ে গেল যশ ও নুসরতের নতুন ছবির শুভ মহরত। এবার ঈশানের বাবা ও মাকে একসঙ্গে দেখা যাবে রূপোলি পর্দায়। এর আগে জুটি বেঁধে কাজ করতে দেখা গেলেও ছেলে হওয়ার পর এটাই তাদের একসঙ্গে করা প্রথম প্রজেক্ট. শুনে নিন, নতুন ছবি নিয়ে কী বললেন অভিনেতা যশ দাসগুপ্ত, অভিনেত্রী- সাংসদ নুসরত জাহান ও অভিনেত্রী এনা সাহা।