পুত্র কৃশিবকে কোলে নিয়েই দ্বিতীয় বার সাত পাকে বাঁধা পড়লেন পূজা-কুনাল।

101

ছেলে কোলে নিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়। আইনত বিয়ে হয়ে গেলেও বাকি ছিল রীতি মেনে সাতপাকে বাঁধা পড়া। তাই কৃশবকে কোলে নিয়ে লাল বেনারসি পরে বাঙালি বৌয়ের মতো সেজে কুনালের সঙ্গে নতুন জীবন শুরু করলেন অভিনেত্রী।