টেলি পাড়ার রিয়েল লাইফ জুটির সঙ্গে আড্ডায় খাস খবর। অভিনেতা রাজা ও অভিনেত্রী নবনীতা দে – কে দীর্ঘদিন টেলিভিশনের পর্দায় দেখে এসেছেন দর্শকরা। নবনীতার পছন্দ শপিং তাতেই নাজেহাল অভিনেতা। কী করে যুগলে অভিনয় ও সংসার সব কিছু সঙ্গে সামলাচ্ছেন তাঁরা সেই সব কথাই শেয়ার করলেন খাস খবরের দর্শকদের সঙ্গে।।