করোনা আবহে ঘরবন্দি সবাই। তবে রান্না করতে যদি আপনার ভালো লাগে তবে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতেই পারেন। অল্প তেলে চটজলদি রান্না করা যায়। আবার কেউ যদি ডায়েটে থাকেন তাঁর জন্য এই চিকেন উইংস একদম পারফেক্ট।শ্রীমতি মহুয়া ভট্টাচার্য শেখালেন অল্প তেলে চিকেন উইংস বানানোর পদ্ধতি