ছাত্র জীবনের সেই আড্ডা গঙ্গার ঘাটে বসে; সঙ্গে ঘটি গরম বা এক কাপ লেবু চা। তবে এবার আপনি গঙ্গার হাওয়া খেতে খেতে স্বাদ নিতে পারবেন নানান রকম সুস্বাদু পদের। কারণ চন্দন নগর মানে যেমন জগদ্ধাত্রী পুজো ঠিক তেমন এখন জলশ্রী রেস্টুরেন্ট। লঞ্চের বসে গঙ্গা ভ্রমণের সঙ্গে সঙ্গে পছন্দের মানুষটির সঙ্গে সময় কাটানোর নতুন ঠিকানা।