মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই নড়েচড়ে বসল প্রশাসন, হাসপাতালের জমি দখলমুক্ত করার উদ্যোগ

86

হাবড়ার বিধায়ক তথা বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাবড়া হাসপাতালের বেশ কিছু সমস্যার কথা পর্যালোচনা বৈঠকে তুলে ধরেছিলেন। “হাবড়া হাসপাতালের বিপুল পরিমান জায়গা পড়ে রয়েছে। একটি রাজনৈতিক দল গত নির্বাচনে অফিস করে হসপিটালের ভিতরে। এর মধ্যে প্রায় ৪-৫ বিঘা হাসপাতালের জায়গা দখল করে নিয়েছে। পাশাপাশি তিনি বলেন, এছাড়াও ১৫টি পরিবার হাসপাতাল চত্বরের জমির মধ্যে অবৈধভাবে বসবাস করছে।’ তার পরেই নড়েচড়ে বসে প্রশাসন।হাবড়া পুরসভার পুরপ্রশাসক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ‘যেহেতু প্রশাসনের উচ্চ লেভেলের বিষয়টি দেখা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নির্দেশ দিয়েছেন জেলা শাসককে তাই এই নোটিশ।