বামনগোলা গ্ৰামে চলছিল সাব মার্সিবেল বসানোর কাজ।সেই সময় মাটি থেকে ২৮০ মিটার নিচ থেকে উঠে এল রাশি রাশি কয়লা। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকায় এত কয়লার হদিস পাওয়ায় আপাতত সাব মার্সেবল বসানোর কাজ বন্ধ রাখা হয়েছে। পুরো বিষয়টি প্রশাসনকে খতিয়ে দেখবার জন্য বলা হয়েছে